ভারতে পাথর বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ১৮:৪১

পাথর বোঝাই ডাম্পার

ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে পাথর বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ খবর প্রকাশ করা হয়ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পাথর বোঝাই ডাম্পার। তার ঠিক পেছনেই ছিল একটি ছোট গাড়ি। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে সজোরে ধাক্কা মারে। এরপর ডাম্পারটি আরো দুটি ছোট গাড়ির ওপরে উল্টে পড়ে। ওই গাড়ি দুটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে রাত ১১টা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বেশ কয়েকজন গাড়ির নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ সদস্যরা। রয়েছে দমকলও বাহিনীও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই শত শত বালি এবং পাথর বোঝাই ডাম্পার ওই রাস্তায় চলে। এ কারণেই ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top