শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করবে বাইডেন প্রশাসন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০০:৩৩

খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করবে বাইডেন প্রশাসন

বহুল আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন আসন্ন বাইডেন প্রশাসনের সম্ভাব্য গোয়েন্দা প্রধান এভ্রিল হেইনেস। নতুন প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে তার।

সিনেটর রন ওয়াইডেন এভ্রিল হেইনেসকে বলেন, ‘বিদায়ী প্রশাসনের অত্যধিক গোপনীয়তা ও অনাচারের বিষয়গুলো উন্মোচনের সুযোগ আপনার হাতে রয়েছে।’

হেইনেসকে জিজ্ঞাসা করা হয়, তিনি যদি নিশ্চিত হন তবে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের প্রতিবেদন প্রকাশ করবেন কি না। তিনি উত্তর দেন, হ্যাঁ সিনেটর, অবশ্যই আমি আইন অনুসরণ করব।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০১৯ সালের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা বিল পাস করে। ওই বিলটিতে খাশোগি হত্যার গোপন প্রতিবেদন জাতীয় গোয়েন্দা সংস্থাকে ৩০ দিনের মধ্যে জমা দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top