ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ০০:২৭

ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। টিকা তৈরী করার কারখানার ১ নম্বর গেটের কাছে এ আগুন লাগে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

দ্বিতীয়তলায় এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সিরাম ইনস্টিটিউটেই তৈরি হচ্ছে করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ার ছবি প্রকাশ হয়েছে দেশেটির বিভিন্ন গণমাধ্যমে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদর্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনও আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি। প্রথমে চারটি ও পরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top