বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ০১:২৮

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালের এই হামলায় আহত হয়েছে অন্তত ৭৩ জন। ইরাকের সরকারি বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

বাগদাদ অপারেশন কমান্ডের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হাজেম আল আজায়ি ইরাক নিউজ এজেন্সিকে বলেন, দুইজন আত্মঘাতী হামলাকারী তয়ারান স্কয়ারের কাছে বাব আল শারজি অঞ্চলের জনবহুল বাজারে নিজেদের উড়িয়ে দেয়। গত দুই বছর পর এমন হামলার ঘটনা ঘটল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট (আইএস) এমন ধরনের হামলা চালিয়ে থাকে।

বাগদাদের কয়েকজন পুলিশ জানান, হামলায় অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছে এবং ৭৩ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top