বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা, নিহত ৮
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ১৭:৩০
ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বোমা বিস্ফোরণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোম্ব স্কোয়াডের সদস্যরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
জানা যায়, রাতে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়। শুধু তাই নয়, বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে লোকজন বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করেন সেই এলকার স্থানীয় অনেক বাসিন্দা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।