ল্যারি কিং আর নেই
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০৯:০২
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'এর জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং আর নেই। সিএনএন'এ জনপ্রিয় টক শো ল্যারি কিং লাইভ’ - যার কণ্ঠে মোহাবিষ্ট ছিল বাংলাদেশেরও মানুষ।
শনিবার (২৩ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সে মারা যান খ্যাতনামা এই টিভি ব্যক্তিত্ব।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া সদালাপী এই উপস্থাপক লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই মেডিকেল সেন্টারে মারা যান।
চলতি মাসের প্রথমদিকে কোভিড-১৯ আক্রান্ত কিং-কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৭০ এর দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেমে তার রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ এর মাধ্যমে কিং খ্যাতিমান হয়ে ওঠেন।
এরপর ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত একটানা ২৫ বছর সিএনএন এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।
সম্প্রতি কিং হুলু ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিতে ‘ল্যারি কিং নাও’ নামে তিনি আরেকটি অনুষ্ঠানের উপস্থাপক হয়েছিলেন।
দীর্ঘ ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। কর্মজীবনে দুটি পিবডি ও একটি অ্যামি পুরস্কারসহ বহু প্রশংসা অর্জন করেন কিং।
এনএফ৭১/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।