৮০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৯

ছবি: সংগৃহীত

তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

সোমবার এক রাতেই সেখানে ৮০ বার কেঁপে উঠে তাইওয়ান। এতে দুটি ভবন ধসে পড়ে। কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার রাত থেকেই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০ বারের বেশি কম্পন শনাক্ত করে আবহাওয়া বিভাগ। সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। পূর্ব উপকূলে এই কম্পনে তেমন ক্ষতি হয়নি।

সোমবার ও মঙ্গলবারের এসব কম্পনে তাইপের ভবনগুলো কেঁপে উঠে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নি পোস্ট বলছে, এই কম্পনে দুটো ভবন ধসে পড়া ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল হুয়ালিয়েন শহরে। সেখানকার বেশ কিছু ভবন ধসে পড়েছে। রাস্তাঘাট ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। এতে ১৪ জন নিহত হয়।  

এই ভূমিকম্পের পর থেকে দেশটিতে একের পর এক কম্পন অনুভূত হচ্ছেই। আগামী কয়েক মাস এই কম্পন থাকবে বলে জানা যায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top