ভারতে মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা
রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৪:০০
ভারতে মুসলিমদের ওপর নির্যাতন নতুন কোনো ঘটনা নয়। একের পর এক এমন ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার না হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে এবার যেন ছাড়িয়ে গেল সব মাত্রা। দেশটির রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা।
পুলিশ জানিয়েছে, রাজস্থানের আজমীর শরিফের কাছে রামগঞ্জ কাঞ্চননগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে ওই ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিনজন মুখোশধারী। তিনি এ সময় ছয় ছাত্রসহ ঘুমিয়ে ছিলেন।
ওই ঘটনার পর শিশুরা মসজিদের বাইরে বের হয়ে আসে এবং প্রতিবেশীদের ঘটনাটি জানায়।পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তবে মুখোশধারী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
রামগঞ্জ থানার ইনচার্জ রবীন্দ্র খিঞ্চি জানিয়েছেন, ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। সূত্র : এনডিটিভি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।