অনুমতি না নিয়ে জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা!

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ মে ২০২৪, ২০:২৩

ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন এক টিকটকার। আমেরিকার নিউ জার্সির ওই টিকটকার এমনটি দাবি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে সিরিয়াসলি নয়, পেশায় কন্টেন্ট ক্রিয়েটর ওই নারী রসিকতা করে বলেছেন কথাটি। আর সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

টিকটকার এই নারীর নাম কাজ থিয়াজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই বাসিন্দা দাবি করেন, তার অনুমতি না নিয়ে জন্ম দেওয়ায় বাবা-মার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। তিনি বলেন, ‘আমাকে জন্ম দেওয়ার ব্যাপারে তারা আমার সঙ্গে যোগাযোগই করেননি। আমার কাছে জানতে চাওয়া উচিত ছিল যে আমি জন্ম নিতে চাই কি না।’

থিয়াজ জানান, তার নিজেরও সন্তান আছে। তবে তা দত্তক নেওয়া। তাই তাদের জন্মের ব্যাপারে অনুমতি নেওয়ার ব্যাপার তার ওপর বর্তায় না। কিন্তু তার বাবা-মা তাকে জিজ্ঞাসা না করায় হতাশ তিনি।

তিনি বলেন, ‘আমি এজন্য আমার বাবা-মার বিরুদ্ধে মামলা করেছি। আমি জানতামই না আমি কোথায় বড় হচ্ছি। তাদের আমাকে জানানো উচিত ছিল।’

তার এমন বক্তব্যে অনেকে দ্বিধায় পড়ে যান। কেউ কেউ বোঝেননি যে তিনি রসিকতা করছেন। কেউ কেউ তাকে মানসিক ডাক্তার দেখানোরও পরামর্শ দিয়েছেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top