নিউজক্লিকের সম্পাদককে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৯:০৫
ভারতে আলোচিত সংবাদমাধ্যম নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, নিউজক্লিকের সম্পাদককে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা আইনের চোখে অবৈধ।
গত বছরের অক্টোবরে নিউজক্লিকে চীনা অর্থায়নের অভিযোগ এনে সম্পাদক প্রবীরকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযান চালানো হয়েছিল তার বাড়িতেও। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে পত্রিকাটি জনসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও।
অবশেষে ছয়মাসেরও বেশি সময় পর প্রবীর পুরকায়স্থের মুক্তি মিলছে । বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, 'রিমান্ড কপি দেয়া হয়নি। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তা প্রবীর পুরকায়স্থ বা তার আইনজীবীকে জানানো হয়নি। তাই আইনের চোখে গ্রেপ্তারি বৈধ নয়।
বিচারপতি মেহতা বলেছেন, আদালতের মনে এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে, কী ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল, তা জানানো হয়নি। তাই আবেদনকারীকে মুক্তি দিতে হবে। রিম্যান্ডের নির্দেশ বেআইনি।
সর্বোচ্চ আদালত জানিয়েছে, পঙ্কজ বনসল মামলার রায়ে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তা লিখিতভাবে অভিযুক্তকে জানাতেই হবে। অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু আদালতে জানান, এই গ্রেপ্তারিকে অকার্যকর বলা হচ্ছে। কিন্তু পুলিশ তো ভুল শুধরে নিতে পারে।
এর আগে, গত ৩০ এপ্রিল বিচারপতিরা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন, কেন পুরকায়স্থকে তড়িঘড়ি করে গ্রেপ্তার করা হলো? কেন তার আইনজীবীকেও জানানো হলো না? এদিকে, আয়কর দফতর নিউজক্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ায় বিগত বহু মাস সংস্থার কর্মীরা বেতন পাচ্ছেন না। বিনা বেতনে কাজ করে চলেছেন সাংবাদিক-অসাংবাদিকেরা।
দিল্লি পুলিশ এই ইংরিজি নিউজ পোর্টালের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা করেছে। ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশ আদালতে দাবি করে নিউজক্লিক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে চিনের হয়ে ভারতের স্বার্থবিরোধী লেখাপত্র ছেপেছে। যদিও নিউজক্লিক গোষ্ঠী এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রবীর পুরকায়স্থ সংবাদ ভিত্তিক ওয়েবসাইট নিউজক্লিকের মালিক ও সম্পাদক।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।