শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিড়ালকে দেওয়া হলো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি!

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৮:৫৬

ছবি: সংগৃহীত

বিড়াল পেল ডক্টরেট ডিগ্রি! শুনতে অবাক লাগলেও সম্প্রতি আমেরিকায় এ ঘটনা ঘটেছে। দেশটির ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ম্যাক্স ডাও নামের এই বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট অব লিটার-অ্যাচার’ ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে এই ঘোষণা এসেছে শনিবার (১৯ মে)। এই উপাধির অর্থ অবশ্য সাহিত্যের গবেষক নয়। পশুপাখির সন্তানার্থে ব্যবহৃত হয় ইংরেজি শব্দ ‘লিটার’। যেকোনো শব্দের শেষে ‘অ্যাচার’ জুড়লে তা ইংরেজি ব্যাকরণ মেনে পরিণত হয় বিশেষ্য পদে। ভারমন্টের সাহিত্যবিভাগ ভেবেচিন্তেই এই নাম রেখেছে।

ম্যাক্সের এই সম্মানসূচক ডিগ্রি পাওয়ার বিষয়ে বলা হয়েছে, অনেক বছর ধরেই ক্যাসেলটন পরিবারের আদরের সদস্য ম্যাক্স। ক্যাম্পাসের প্রবেশদ্বারের কাছাকাছি একটি পরিবারের সঙ্গে বাস করে সে। তাকে ইঁদুর শিকার বা ঘুমানোর জন্য এই ডিগ্রি দেওয়া হয়নি। বিড়ালটির বন্ধুসুলভ আচরণের জন্য এই সম্মান প্রদান করেছে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস।

শংসাপত্রে কর্তৃপক্ষ লিখেছে, এই সম্মানের সঙ্গে যাবতীয় আরাম আর আদরের সুবিধা পাবে ম্যাক্স। তবে বিশ্ববিদ্যালয় চত্বরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও থাকবে তার কাঁধে।

বিড়ালের মালিক অ্যাশলে ডাও বলেন, ম্যাক্স ক্যাম্পাসে যেত এবং কলেজের ছাত্রদের সঙ্গে মজা করত। শিক্ষার্থীরাও বিড়ালটিকে বেশ ভালোবাসে। চার বছরে ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছে ম্যাক্স। বিড়ালটিকে দেখা মাত্রই শিক্ষার্থীরা খুশি হয়ে যায়। তারা বিড়ালটিকে কোলে নিয়ে ছবি তোলে। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে বাড়ির বাইরে ভ্রমণেও যেত ম্যাক্স।

সূত্র : দ্য গার্ডিয়ান




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top