এমপি আনারের হাড়গোড় উদ্ধার

সুজন হাসান | প্রকাশিত: ৯ জুন ২০২৪, ১৫:০৩

ছবি: সংগৃহীত

রোববার (৯ জুন) সকালে কলকাতার বাগজোলা খাল থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বেশ কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালিয়ে মিলল বিভিন্ন আকৃতির বেশ কিছু হাড়।

গ্রেফতার সিয়ামের দাবি, এই হাড় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের। তবে তাতে নিশ্চিত নয় সিআইডি।

উদ্ধার হওয়া এসব হাড় বাংলাদেশের সংসদ সদস্য আনারের কিনা তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, একটি ঝোপের পাশ থেকে হাড়গুলি উদ্ধার করা হয়।

এদিন গ্রেফতারকৃত সিয়ামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা সিআইডি। সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে নামেন সিআইডির সদস্যরা। এরপর সিয়ামের দেয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে কিছু হাড়গোড় খুঁজে পায় তারা।

অভিযানে সিআইডির সঙ্গে আছে, নৌ সেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। এর আগে, গ্রেফতার হওয়া জিহাদ যেসব জায়গার কথা বলেন তার সঙ্গে সিয়ামের কথার মিল পায়নি সিআইডি। দু’জনই বলেছেন ভিন্ন জায়গার কথা।

রোবিবার (৯ জুন) সকালে সিয়ামের দেয়া তথ্য অনুযায়ী সেসব জায়গাতে তল্লাশি চালানো হয়। সিয়ামের দাবি, উদ্ধারকৃত হাড়গুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হার। যদিও পুলিশের তরফ থেকে ফরেনসিক পরীক্ষার জন্য ইতোমধ্যে হাড়গুলো ল্যাবে পাঠানো হয়েছে। এরপরেই এগুলো কিসের বা কার হাড় সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে।

আনার হত্যায় জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সম্পৃক্ততা পেয়েছে ডিবি। ফলে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top