শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

করোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ১৫:৫০

করোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ কোটি

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন সারাবিশ্বে অদৃশ্য এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। মৃতের সংখ্যা বাড়ছে হাজারে হাজারে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ২ লাখ। মৃতের সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২ লাখ ৮০ হাজার ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৩৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ২২ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩১ হাজার ২৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৭৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬২৪ জন।

আক্রান্তে স্থানে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৮ লাখ ৭২ হাজার ৯৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭১২ জনের।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top