ফাইজারকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে ইতালির চিঠি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২২:২৮
যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান ফাইজারকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ইতালি সরকার। সোমবার (২৫ জানুয়ারি) ইতালির পাঠানো ওই চিঠিতে ফাইজারকে টিকা সরবরাহের বিষয়ে চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এই চিঠিটি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন ড্রাগ প্রস্তুতকারকের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। গত সপ্তাহে টিকা সরবরাহে সাময়িক মন্দার ঘোষণা দিয়েছিল ফাইজার।
ইতালির বিশেষ কমিশনার অফিসের বিবৃতিতে বলা হয়েছে, স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিস ফাইজারকে টিকা সরবরাহে চুক্তিগত বাধ্যবাধকতা মেনে চলার জন্য আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফাইজার।
এমনকি শনিবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে জানান, টিকা সরবরাহ চুক্তির গুরুতর লঙ্ঘন হলে ইতালি তাদের বিরুদ্ধে সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র ভ্যাকসিন ফাইজার ইতালি সরকার সংবাদমাধ্যম রয়টার্স ইউরোপীয় ইউনিয়ন মার্কিন ড্রাগ প্রস্তুতকারক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।