রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি দফতরে উল্টো পতাকা!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ০১:৩১

ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি দফতরে উড়লো উল্টো পতাকা!

ভারতে প্রজাতন্ত্র দিবসের সকালে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর এই ছবি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ এভাবে পতাকা উড়লেও হুঁশ ফেরেনি কারও। ওই পতাকা উত্তোলনকারী বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের কার্যালয়ের এক কর্মী।

একটি সরকারি দফতরের জাতীয় পতাকার এই অবমানায় শহর জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। পরে বিষয়টি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নজরে আসায় বনদফতরের কর্মী-কর্মকর্তারা দ্রুত জাতীয় পতাকা সোজা করে ফের উত্তোলন করেন। যদিও তারা এ বিষয়ে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।

তবে একটি সরকারি ভবনে এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top