মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত

সুজন হাসান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৫

সংগ্রহীত

টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে মো. ওসমান নামে এক জেলে নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।

শুক্রবার (১১ অক্টোবর) ঢাকায় মিয়ানমার দূতাবাসে পাঠানো কূটনৈতিক নোটে সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

ট্রলারের মালিক সাইফুল জানান, তার জাহাজটি সাগরে মাছ ধরছিল এমন সময় মিয়ানমার নৌবাহিনী তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। জাহাজে থাকা চারজন গুলিবিদ্ধ হন, আহত ওসমান মারা যান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী নিশ্চিত করেছেন, মিয়ানমার নৌবাহিনী টেকনাফ, সেন্টমার্টিন ও মিয়ানমারের মধ্যকার জলসীমার কাছে ছয়টি বাংলাদেশি ট্রলারকে লক্ষ্যবস্তু করেছে।

প্রতিবাদ বার্তায় বলা হয়, বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরার সময় উসমানের নৌকাসহ ছয়টি মাছ ধরার নৌকা ও ৫৮ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদ বার্তায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top