মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পাকিস্তানে খনিতে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

সুজন হাসান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১২:৫৮

সংগ্রহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত শ্রমিক নিহত ২০ ও আহত ০৭। শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে বার্তা সংস্থা এপি ও হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে এটি সর্বশেষ হামলার ঘটনা। রাজধানীতে আয়োজিত একটি বড় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটল।

বেলুচিস্তানের পুলিশ কর্তা হুমায়ুন খান নাসির জানান, গভীর রাতে দুকি জেলার একটি কয়লা খনিতে শ্রমিকদের বাসস্থানে ঢুকে পড়ে বন্দুকধারীরা। তারা পুরুষদের জড়ো করে গুলি চালিয়ে তাদের খুন করে। পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ওপর রকেট ও গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেলুচিস্তানের পশতুন ভাষী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন আফগান নাগরিকও আছেন। এদিকে আফগানিস্তানের আরও চারজন নাগরিক আহত হয়েছেন।

গত সোমবার (৭ অক্টোবর) বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top