মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

ইসরাইলে এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ

সুজন হাসান | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১৭:২১

সংগ্রহীত

এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ উভয়ই এ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

উত্তর ইসরায়েলে মাত্র এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। লেবানন থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল শুক্রবার হিজবুল্লাহর তরফ থেকেও এ হামলার দায় স্বীকার করা হয়েছে।

সরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে প্রথম পর্যায়ে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু রকেট মাটিতে পড়েছে, যা নির্দেশ করে যে, কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত করেছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২০টি রকেট নিক্ষেপের তথ্যও পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের মধ্যে কয়েকটি রকেট প্রতিহত করার দাবি করেছে।

লেবানন থেকে একশ রকেট ছোড়া হয়েছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দেওয়ার পর আরেকটি বিবৃতি দেয় হিজবুল্লাহ। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

লেবানন থেকে হিজবুল্লাহর ১০০ রকেট ছোড়ার বিষয়ে ইসরায়েলি বাহিনীর বিবৃতি দেওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সৈন্যদের সমাবেশ স্থলগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে, তাদের যোদ্ধারা ইসরাইলের কিরিয়াত শিমোনা, কফার ইউভাল এবং রাওয়া ব্যারাকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top