বাইডেনের ইরান বিষয়ক দূত হলেন রবার্ট ম্যালি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ২১:২৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ উপদেষ্টা রবার্ট ম্যালি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে।
জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীন ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির পরমাণু চুক্তির আলোচনায় নেতৃত্ব দেয়া টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যালি। পরবর্তীতে ২০১৮ সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
উপসাগরীয় দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন ট্রাম্প।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।