ভারতের তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, নিহত ৭
Nasir Uddin | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিচি রোডের সিটি হাসপাতালে দেশটির স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এনিয়ে আরও তদন্ত চলছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।
সংবাদসংস্থা পিটিআই বলছে, পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা অচেতন অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।
কর্মকর্তারা আরও বলেছেন, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটস্থ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। সেই আগুনে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। ঘটনার সময় মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় মোট ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।