বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
Nasir Uddin | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪
মস্কোয় একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোর রিয়াজনস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্টের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় তদন্ত কমিটি।
রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এ রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ হামলায় তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন।
তবে, রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর এই প্রধানের ওপর পরিকল্পিত এ হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনের ভাঙা প্রবেশপথে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বরফের ওপর রক্তমাখা দুটি দেহ পড়ে রয়েছে।
রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনী (আরকেএইচবিজেট) হলো বিশেষ বাহিনী। যারা পারমাণবিক রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল দূষণ পরিস্থিতিতেও কাজ করে।
গত সোমবার কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, ইউক্রেনের আইনজীবারা কিরিলভের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছিল বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সেবা বিভাগ। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়া, গত অক্টোবরে ব্রিটেন কিরিলভ ও তার পারমাণবিক সুরক্ষা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগে বলা হয়েছিল, তারা যুদ্ধক্ষেত্রে বিষাক্ত গ্যাস ক্লোরোপিক্রিনসহ বিভিন্ন ধ্বংসাত্মক রাসায়নিক ব্যবহার করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।