ইরাকি জনগনের প্রতিরোধে পড়বে মার্কিন সেনারা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ২১:২৩

বাড়ী বাড়ী গিয়ে তল্লাশির নামে ইরাকিদের হেনস্তা করছে মার্কিন বাহিনী

ইরাক থেকে না ফিরলে সাধারণ জনগনের প্রতিরোধের মুখে পড়বে বিদেশি সেনারা। এমন আশংকা করেছেন ইরাকি পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আল বালদাউয়ি। দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির এই সদস্য জানান, বিদেশি সেনা অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সেনা প্রত্যাহারে অস্বীকার করে, তবে ইরাকি জাতির প্রতিরোধের মুখে পড়তে পড়তে পারে তারা। 

আল-বালদাউয়ি বলেন, বিদেশি সেনা বহিস্কারে ইরাক সরকারের রাজনৈতিক সমাধান ব্যর্থ হলে আমরাই প্রতিরোধ গড়ে তুলবো। বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারে ইরাকি জনগনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। আরবি বার্তা সংস্থা বাগদাদ টুডে'র বরাত দিয়ে ইরান ভিত্তিক পার্স টুডে এমন তথ্য জানায়। বৃহস্পতিবার বাগদাদ টুডে'কে এসব কথা বলেন ইরাকের সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ আল-বালদাউয়ি।

এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছিল, ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধা পর্যালোচনা করবে জো বাইডেন প্রশাসন।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top