মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তৈরি থাকার আহবান তালেবানের
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ২২:০৯
আফগানিস্তান না ছাড়লে মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তৈরি থাকার আহবান জানিয়েছে তালেবান। শুক্রবার (২৯ জানুয়ারি) তালেবান মুখপাত্র এমন কথা জানান।
টুইট বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এর পাশাপাশি আফগান সরকারের সাথে করা দোহা চুক্তি নিয়েও মুখ খোলেন জাবিউল্লাহ। তালেবান মুখপাত্র জানান, দোহা চুক্তি মেনে চলছেন তারা। চুক্তির প্রতিটি ধারা-উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধের কথাও জানান তিনি। বরং চুক্তি না মানার ব্যাপরে মার্কিন বাহিনীর প্রতি উল্টো অভিযোগ করেন জাবিউল্লাহ মুজাহিদ।
এর আগে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেছিলেন, 'দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না তালেবান। তালেবানরা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হওয়া পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেনা যুক্তরাষ্ট্র।'
২০২০ সালে ফ্রেব্রুয়ারিতে কাতারের মধ্যস্থতায় দেশটির রাজধানী দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক চুক্তি হয়। যেখানে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র আফগানিস্তান তালেবান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।