রাজস্থানে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিহত ৫

Nasir Uddin | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

রাজস্থানে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়, সেটি রাসায়নিক বোঝাই ছিল।

স্টেশন হাউজ অফিসার মনিষ গুপ্ত বার্তা সংস্থা পিটিআই'কে বলেছেন, বিভিন্ন ট্রাকে আগুন ধরেছে। তবে ঠিক কতটি ট্রাকে এই আগুন ছড়িয়ে পড়েছে- তা এখন পর্যন্ত স্পষ্ট না। আগুনে দগ্ধ হওয়া কিছু লোককে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের দেখতে হাসপাতালে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top