মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১

Nasir Uddin | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৯

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতা

আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ জনের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলকে জয়ী ঘোষণার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। দাঙ্গার বিষয়টি নিশ্চিত করে মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকল রন্ডা জানান, এই ঘটনায় দুই জন পুলিশ সদস্যও মারা গেছেন।

তিনি বলেন, ‘দেশজুড়ে অন্তত ২৩৬ জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। প্রায় ২৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। এর মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য।’

মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং সড়ক অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে।

মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ডলান তার সমর্থকদের সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন ‘বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত’।

পাসকোয়াল রোন্ডা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপস্থিতি বাড়াবে। এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top