কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

Nasir Uddin | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ১০০-র বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে কেউ জীবিত আছেন কি না, এখনই স্পষ্ট নয়। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন।

সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না— সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে। বিমানটি আজেরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top