গাজায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
Nasir Uddin | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০
গত ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে ৮৫ শতাংশ ফিলিস্তিনি। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে সেখানে ত্রাণ সরবরাহে বাঁধা দিচ্ছে নেতানিয়াহু বাহিনী।
খাদ্য নিরাপত্তাহীনতার পাশাপাশি প্রয়োজনীয় শীতকালীন পোশাকের অভাবে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে হাইপোথার্মিয়ায় তিন ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। অঞ্চলজুড়ে অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছে আরও ২৫ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরেও অভিযান জোরদার করেছে ইসরাইল। সেখানে হামলায় আটজন নিহত হয়েছে।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু হলেও, তা আবারও ব্যর্থ হয়েছে। এতে, দুই পক্ষ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত। এ পরিস্থিতিতে ইসরাইলের এক বিরোধী দলীয় নেতা দাবি করেছেন, গাজায় যুদ্ধের অবসান কিংবা জিম্মি বিনিময় চান না নেতানিয়াহু। এ অবস্থায়, দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়ে বন্দিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
বিষয়: গাঁজা ইসরায়েলি হামলা ফিলিস্তিনি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।