ইসরায়েলি বিমান হামলায় গাজার পুলিশ প্রধান নিহত

Nasir Uddin | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫, ১৫:৪৩

গাজার পুলিশ প্রধান নিহত

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকার একটি মানবিক নিরাপদ জোনে অবস্থিত অস্থায়ী তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ানও রয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

ব্রিটিশ সংবাদসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, যেখানে হামলা হয়েছে ওই অঞ্চলটিকে গাজা আগ্রাসনের শুরুর দিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। অসহায় ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল তারা। নিহতদের মধ্যে তিন শিশু ও দুজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

হামলা পরবর্তী একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আশ্রয় শিবিরের ক্ষতিগ্রস্ত তাঁবুগুলো জ্বলছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও কাপড় শুকানোর জন্য টাঙানো তারগুলোর মাঝখানে জীবিতদের খুঁজছে লোকজন।

হামাস পরিচালিত আল-আকসা টিভি জানিয়েছে, বিমান হামলায় সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ান নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এই মানবিক এলাকায় তাদের সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই এলাকায় যুদ্ধবিমান, ড্রোন ও কামানের মাধ্যমে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গত ২২ ডিসেম্বর ২২ আটজন নিহত হয়।

এর কয়েকদিন আগে, দক্ষিণের রাফা শহর থেকে ইসরায়েলি ট্যাংক অগ্রসর হওয়ার ফলে আল-মাওয়াসি এলাকার বহু পরিবার উত্তর দিকে পালিয়ে যায়। আসন্ন হামলার ভয়ে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।

এ ছাড়া নতুন বছরের প্রথম দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। যাদের মধ্যে চারটি শিশু ও একজন নারী ছিলেন। ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top