শীতে শুভ্র বরফে নয়নাভিরাম কাশ্মীর
Nasir Uddin | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৫, ১৭:২৯
তুষারপাতের চাদরে মুখ ঢেকে নতুন বছর শুরু করল জম্মু-কাশ্মীর। পাহাড়গুলো বরফের আস্তরণে ছেয়ে গেছে। বাড়িঘর, পাহার গাছপালাসহ সব কিছুই মুগ্ধতা ছড়াচ্ছে শীতল শুভ্রতায়। সেখানকার বাসিন্দারা তো বটেই, যারা অন্যত্র থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন তারাও এই তুষারপাতের আনন্দে মাতোয়ারা হলেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে শীতের তীব্রতা বেড়ে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কাশ্মীরের গুলমার্গের চিত্র দেখে মনে হবে যেন ক্যানভাসে আঁকা বরফে ঢাকা গাছপালা ও ঘরবাড়ি। তুষারে ঢাকা চারপাশ এভাবেই মুগ্ধতা ছাড়াচ্ছে। তুষারের মৌসুমে উপত্যকাগুলোতে ভীড় বাড়ে পর্যটকদের। এবারও ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে স্থানীরা। তবে পর্যটকদের সুবিধা-অসুবিধার স্বার্থে আগে থেকেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হোটেল-মালিকরা।
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহ খানেক পরে শীতের তীব্রতা বেড়ে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। এছাড়া ভূমধ্যসাগরে নিম্নচাপের সৃষ্টি হলেও এর প্রভাব পড়ে এ অঞ্চলে। তবে জুম্মু-কাশ্মীরের আবহাওয়ার পরিবর্তনের প্রভাব আশপাশের রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং নয়াদিল্লিতেও পড়ে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আইএমডি জানিয়েছে দিল্লির বিভিন্ন অংশে চলবে শীতের দাপট। মঙ্গলবার বর্ষবরণের রাতে দিল্লিতে তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে বলেই খবর মিলেছে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে বলেই জানানো হয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে শীতের দাপট থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।