রাশিয়া এক বছরে ৪ লাখ সেনা হারিয়েছে: ইউক্রেন
Nasir Uddin | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫, ১৭:৩৩
গত বছর অর্থাৎ ২০২৪ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৪ লাখ ৩০ হাজার ৭৯০ সেনা হারিয়েছে রাশিয়া। ২০২২ ও ২৩ সাল মিলিয়ে যত সেনা নিহত হয়েছে এটা তার চেয়েও বেশি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে। খবর আল জাজিরার।
থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়া ২০২৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে ধীর গতিতে হলেও অগ্রযাত্রায় বজায় রেখেছে। এই সময়ে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ৪ হাজার ১৬৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। স্যাটেলাইট চিত্র এবং ভৌগোলিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে মার্কিন থিংকট্যাংকটি।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বলেছে, ‘রুশ বাহিনী ২০২৪ সালে মাঝারি আকারের চারটি জনপদ—আভদিভকা, সেলিদোভ, ভুহ্লেদার ও কুরাখোভ দখল করেছে। যার মধ্যে সবচেয়ে বড় জনপদটির যুদ্ধপূর্ব জনসংখ্যা ছিল ৩১ হাজার জনের কিছু বেশি। রুশ বাহিনী আভদিভকা দখলে চার মাস এবং সেলিদোভ ও কুরাখোভ দখলে দুই মাস করে সময় নিয়েছে।’
মার্কিন থিংকট্যাংকটি আরও জানিয়েছে, ‘এই জনপদগুলো দখল করেও রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষার কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রকে হুমকির মুখে ফেলতে পারেনি।’ এতে আরও বলা হয়, ‘মস্কোর সেনারা তাদের কৌশলগত অগ্রগতিকে ইউক্রেনের পেছনের দিকে গভীর অনুপ্রবেশে রূপান্তর করতে প্রয়োজনীয় দ্রুত মেকানিক্যাল মুভমেন্ট (সামরিকভাবে ঠেকিয়ে দেওয়া) চালাতে ব্যর্থ হয়েছে।’
এই গতিতে চললে কেবল দোনেৎস্ক দখল করতেই রাশিয়ার আরও দুই বছর লাগবে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষণ। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর কমান্ডারদের এ কাজ গত বছরের ১ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিলেন।
এই অগ্রগতি অর্জনে রাশিয়াকে চরম মূল্য দিতে হয়েছে। ইউক্রেনীয় বাহিনী প্রতিরক্ষার সুবিধা কাজে লাগিয়ে শহুরে এলাকায় ভবন থেকে ভবন এবং স্ট্রিট ফাইট বা রাস্তায় রাস্তায় যুদ্ধ করে রুশ বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি গত সোমবার জানান, ২০২৪ সালে রুশ বাহিনীর আহত ও নিহতের সংখ্যা আনুমানিক ৪ লাখ ২৭ হাজার। কয়েক দিন পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা ছিল ৪ লাখ ৩০ হাজার ৭৯০ জন। এই সংখ্যা ২০২২ ও ২০২৩ সালের সম্মিলিত ক্ষয়ক্ষতির চেয়েও বেশি।
এর আগে গত ৩১ ডিসেম্বর কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কি বলেন, এই বছর রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চরম মূল্য দিয়েছে। কারণ আমাদের সেনাবাহিনী ও ইউক্রেনের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী যুদ্ধে আগের যেকোনও বছরের তুলনায় শত্রুদের বেশি সেনা ও সরঞ্জাম ধ্বংস করেছে।
এদিকে উপগ্রহ চিত্র এবং ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্যমতে, ২০২৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ৪১৬৮ বর্গ কিলোমিটার (১৬০৯ বর্গ মাইল) এলাকা এবং পরিত্যক্ত গ্রামগুলো দখল করতে সফল হয়েছে রাশিয়া। যা দেশটির ০.৬৯ শতাংশ আয়তনের সমান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।