প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
Nasir Uddin | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫, ১৮:০৮
স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দীকে সাধারণ ক্ষমার অধীন মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর গণতন্ত্রপন্থী বিক্ষোভকে সহিংসভাবে দমন করতে গিয়ে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহের জন্ম হয়।
মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায়। তারপর থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।
বন্দি মুক্তির মধ্যে সামরিক বাহিনী কর্তৃক গৃহবন্দি ৭৯ বয়সি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি রয়েছেন কি না তা নিশ্চিত নয়। ২০২১ সালে সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর আনা অভিযোগে ১৪টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি।
এছাড়া সেনা শাসনের বিরোধিতাকারী হাজার হাজার রাজনৈতিক বন্দিদের মধ্যে কেউ মুক্তি পাবে কিনা তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিভিশন জানিয়েছে, সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক বিবেচনায় মিয়ানমার ৫ হাজার ৮৬৪ স্থানীয় এবং সেইসাথে ১৮০ বিদেশিকে মুক্তি দেবে।
নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগরে সামুদ্রিক সীমান্ত থেকে মিয়ানমারের নৌবাহিনীর চার থাই জেলেকে আটক করে। এই চারজন মুক্তি দেওয়া বিদেশিদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, তিনি আশা করছেন স্বাধীনতা দিবসে চার জনকে মুক্তি দেওয়া হবে।
বিষয়: মিয়ানমার জান্তা সরকার অং সান সু চি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।