বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
Nasir Uddin | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ইতমধ্যেই হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে আগামী বুধবার (১৫ জানুয়ারি) ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন। শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ১৫ জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ এটি।
এটি হবে তার পঞ্চম এবং সম্ভবত শেষ ওভাল অফিস ভাষণ। সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে ওভাল অফিসে ভাষণ দিয়েছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে, জো বাইডেন তার উত্তরাধিকার এবং জাতির সামনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে তার চিন্তা প্রকাশ করবেন। এ ছাড়া ক্ষমতায় থাকাকালে তার সীমাবদ্ধতা, ভুল ব্য্যখ্যা করে দিকনির্দেশনা দিতে পারেন।
এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।
চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট ও হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।