লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত বেড়ে ১১, অবকাঠামো ধ্বংস ১০ হাজার
Nasir Uddin | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৫
টানা পাঁচ দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। সেখানকার দমকল বাহিনী জানিয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এটি। এরই মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন এই দাবানলে, ধ্বংস হয়ে গেছে প্রায় ১০ হাজার অবকাঠামো। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, সংখ্যাটা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝোড়ো বাতাস। তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই। যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দাবানল শুরু থেকেই এক যোগে ৬টি দাবানল শুরু হয়েছিল। যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো।
দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে।
শুক্রবার দমকল বাহিনী জানায়, লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে প্যালিসেইডস এলাকার আগুন ও পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা আয়ত্বে আসতে শুরু করেছে।
সবশেষ পাওয়া খবর, নতুন করে আগুন ছড়ানো বন্ধ করতে পেরেছেন দমকলকর্মীরা। লিডিয়া অঞ্চলে ৭৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও সেখানে ৩৯৫ একর পুড়ে গেছে আগুনে।
হার্সট অঞ্চলে আগুনে পুড়েছে ৭৭১ একর জমি, বর্তমানে সেখানে ৩৭ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী।
এছাড়াও কেনেথ অঞ্চলে ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্যালিসেইডসে ২০ হাজার একর পুড়ে গেছে, সে অঞ্চলের আগুনে ৮ শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে।
ইটনে ৩ শতাংশ আগুনে নিয়ন্ত্রণ এসেছে। তবে সেখানে পুড়ে গেছে ১৩ হাজার ৯৫৬ একর এলাকা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।