সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য অতিথি যারা

রাজীব রায়হান | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৩:৪৯

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প, যিনি ৪৫তম এবং শীঘ্রই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন, আজ সোমবার ওয়াশিংটনে শপথ নেবেন। প্রচণ্ড ঠান্ডার কারণে এই অনুষ্ঠান ক্যাপিটল ভবনের সিঁড়ি থেকে সরিয়ে অভ্যন্তরে নেওয়া হয়েছে, যেখানে তিনি আট বছর আগে প্রথমবার শপথ নিয়েছিলেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্টগণ, বিশ্বনেতৃবৃন্দ, বিশ্বখ্যাত শিল্পী, প্রযুক্তিবিদ, শিল্পোদ্যক্তাসহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। গতকাল পর্যন্ত যাদের উপস্থিতির কথা জানা গেছে তারা হলেন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ।

সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও থাকবেন তাদের স্বামীর সঙ্গে। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিও থাকবেন অনুপস্থিত।

বিশ্বনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন—আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলে, চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি, হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এছাড়া দক্ষিণপন্থি নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের নাইজেল ফারাজ, ফ্রান্সের এরিক জেমর ও সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জার বোলসোনারো। তবে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।

প্রযুক্তিবিদ ও শিল্পোদ্যক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজজ, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গ, টিকটকের সিইও শো জি চিউ, গুগলের সিইও সুন্দর পিশাই, অ্যাপলের সিইও টিম কুক প্রমুখ। অনুষ্ঠানে মিউজিক স্টার ক্যারি আন্ডারউড গাইবেন ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গান। লি গ্রিনউড গাইবেন ‘গড ব্লেস দ্য ইউএসএ’। গাইবেন জেসন আলডিনস আরো অনেকে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top