সন্তানের বাবা-মা হতে কে না চায়! তবে ফ্যামিলি প্ল্যানিংয়ের যুগে সবার একটি বা দুটি সন্তানই যথেষ্ট। তবে ব্যতিক্রমও আছে। মাত্র ৩২ বছর বয়সে প্রায় শত সন্তানের বাবা হয়েছেন আমেরিকার এক যুবক। এটা শুনতে অদ্ভূত লাগলেও এটা কোন রূপকথার গল্প নয়।
প্রায় ১০০ সন্তানের বাবা হতে চলেছেন কাইলি জোর্ডি নামের এক ব্যক্তি। আর তাতেই বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন তিনি। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। সবচেয়ে বড় চমক হল, এই যুবক অবিবাহিত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গোর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। চলতি বছরের শেষে ১০০ সন্তানের বাবা হতে চলেছেন এই যুবক। গর্ভধারণে সমস্যা থাকা নারীদের সাহায্য করেন তিনি। এর জন্য ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবেই ৮৭ সন্তানের পিতা হয়েছেন।
বর্তমানে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে জর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। এই কারণেই বছর শেষে শতসন্তানের পিতা হতে চলেছেন তিনি।
তবে কাইল গর্ডি প্রথম নন। বিশ্বে একাধিক ব্যক্তিই এই ধরণের পরিষেবা দিয়ে থাকেন। আর সেই তালিকায় অন্যতম বার্তা প্রদান অ্যাপ ‘টেলিগ্রাম’-এর সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। গত বছর সমাজমাধ্যমেই এই শুক্রাণু দান নিয়ে বিরাট দাবি করেছিলেন তিনি। তাঁর কথায়, ‘বিশ্বের মোট ১২টি দেশ জুড়ে রয়েছে আমার সন্তানের। আর এখনও পর্যন্ত কমপক্ষে শতাধিক সন্তানের বাবা আমি।’। আর এবার পাভেলের পর শতাধিক সন্তানের বাবা হওয়া দৌড়ে নাম লেখাতে চলেছেন কাইল গর্ডি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।