বৃহঃস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নতুন আরেক দাবানল গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসকে, রেড-ফ্ল্যাগ জারি

Nasir Uddin | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৫, ১৭:২৫

অ্যাঞ্জেলেসে নতুন করে আরেকটি দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নতুন করে আরেকটি দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘণ্টার মধ্যেই ৮ হাজার একর এলাকা গ্রাস করে ফেলে। আগুনের ভয়াবহতায় ইতোমধ্যে জারি করা হয়েছে রেড-ফ্ল্যাগ সতর্কতা। সেইসঙ্গে ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, ১ হাজার ১০০ দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় গত ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় দাবানল বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বছরের শুরুতেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে পুড়ে যায় হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বুধবার আবারও আগুনের নতুন রূপ দেখেন বাসিন্দারা।

নতুন করে ছড়িয়ে পড়া দাবানলটি লস অ্যাঞ্জেলেসের উত্তরে কাস্টেইক লেক এলাকায় শুরু হয়। বুধবার বিকেলে শুরু হওয়া দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত।

দাবানলের কারণে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বহু মানুষকে সরিয়েও নেয়া হয়েছে।

দমকল কর্মীরা বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এরইমধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস ৭ জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। ধ্বংসাত্মক এই দাবানলে হতাহত হয়েছেন বহু মানুষ। পুড়ে যায় ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা। ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top