চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

Nasir Uddin | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৫, ১৬:২৬

ছবি: আলজাজিরা

দীর্ঘ ১৫ মাস ধরে বন্দি চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার একটু পরে রেডক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। আলজাজিরার প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী সেনারা হলেন, লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ২০০ ফিলিস্তিনিকেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তির আগে অসংখ্য মুখোশ পরা হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়, যেখানে অনেক সাধারণ ফিলিস্তিনিরাও সমবেত হয়।

মুক্তির পর ওই চার ইসরায়েলি নারী সেনাকে গাজার সীমান্তবর্তী একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

হামাসের প্রকাশ করা তালিকা থেকে জানা যায়, মুক্তিপ্রাপ্তরা হলেন- কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই চারজনই ইসরায়েলি সেনা, যারা ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত ছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা প্রায় ২০০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে এই চারজন জিম্মিকে ছেড়ে দিল হামাস।

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top