যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা

Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:০৪

ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটল দেশটিতে। এবার হিউস্টনে টেকঅফের সময় একটি বিমানে আগুন ধরে গেছে। স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাটেড এয়ারলাইন্সের একটি বিমান হিউস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রার কথা ছিল। বিমানটি উড্ডয়নের সময় এটি পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এ সময় এটির যাত্রা স্থগিত করা হয় এবং যাত্রীদের বের করে আনা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যাত্রীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল বিমান। সেই সময় আগুন ধরে গেল বিমানের ডানায়। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শোরগোল পড়ে যায় বিমানের মধ্যে। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন যাত্রীরা। তারা বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বিমানটি ১০৪ যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন। এদিকে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি মলের কাছে বিমান দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১৯ আহত হওয়ার ঘটনা ঘটে। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top