ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান ইসরায়েলি বাহিনীর
Nasir Uddin | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫২
![ফাইল ছবি](https://www.newsflash71.com/pmanager/israil-20250206165051.gif)
অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজাধানী রামাল্লাসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। পূর্ব জেরুজালেম, হেবরন, তুলকারেম, তুবাস, কালকিলিয়া, রামাল্লায় এবং নাবলুস অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারদের মধ্যে শিশু এবং কয়েক জন সাবেক কারাবন্দিও রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের কারাবন্দিদের সহযোগিতা প্রদানকারী দুই সংস্থা কমিশন অব ডিটেইনি’জ অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর আনাদোলুর।
দীর্ঘ ১৫ মাস ভয়াবহ অভিযান চালানোর পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তার দু’দিন পর ২১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা, পরে সেই অভিযান তুলকারেম শহর পর্যন্ত বিস্তৃত করা হয় এবং কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করে দেয়া হয়। এতে ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।
এরপর গত রবিবার পশ্চিম তীরের তাম্মুন শহর এবং তুবাস শহরের আল ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েও বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ ১৫ মাস ভয়াবহ অভিযান চালানোর পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।