আন্তর্জাতিক আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪৪
![ফাইল ছবি](https://www.newsflash71.com/pmanager/trump-20250207152344.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এ ধরনের নিষেধাজ্ঞা এলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আদালতের চোখে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জারি রেখেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার এ তালিকায় আরও রয়েছেন- নেতানিয়াহুর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় ও তারা বরাবরই মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ড ‘হয়রানি, নিপীড়ন ও সম্ভাব্য গ্রেপ্তারের’ মুখোমুখি করে মার্কিনিদের ঝুঁকিতে ফেলার ‘এক বিপজ্জনক নজির’ স্থাপন করেছে।
এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।
বিষয়: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত নিষেধাজ্ঞা বেনিয়ামিন নেতানিয়াহু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।