রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাস-ট্রাকের সংঘর্ষে ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

Nasir Uddin | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৫

ছবি: রয়টার্স

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে হাসপাতালে ভর্তি করে ‍পুলিশ। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, অনিচ্ছাকৃত হত্যা এবং শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন।

রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোয় দুর্ঘটনাস্থল থেকে সম্প্রচারিত ছবিতে বাসটি দেখা গেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এ দুর্ঘটনার গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top