গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ৩০ মরদেহ
Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ১০:১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে লাশের মিছিল বাড়ছেই। ইসরায়েলের বোমায় বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৩০ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫০ জনে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বাড়তে থাকলেও, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে অবশিষ্ট মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হচ্ছেন। ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এর মধ্যে একজন পূর্বের আঘাতজনিত কারণে মারা গেছেন।
এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১,১১,৮৪৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।