আন্তর্জাতিক নারী দিবস আজ
Nasir Uddin | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ০৯:৪৩

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদ্যাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্ব জুড়ে দিনটিকে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান ও সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে।
১৮৫৭ সালে নিউইয়র্কের নারী শ্রমিকরা কর্মপরিবেশ ও মজুরি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ১৯০৮ সালে হাজারো নারী শ্রমিক সমান অধিকার ও ভোটাধিকারের দাবিতে রাস্তায় নামেন।
নারী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ক্লারা জেটকিন বিশ্বব্যাপী নারী দিবস পালনের প্রস্তাব দেন। ১৯১১ সালের ১৯ মার্চ ইউরোপের কয়েকটি দেশে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ১৯১৭ সালে রাশিয়ায় নারীদের আন্দোলন ঐতিহাসিক পরিবর্তন আনে, যা ৮ মার্চকে নারী দিবস হিসেবে প্রতিষ্ঠিত করে।
জাতিসংঘ ১৯৭৫ সালে প্রথমবারের মতো এই দিনটি পালন শুরু করে এবং ১৯৭৭ সালে ৮ মার্চকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে। আজ এটি নারী-অগ্রযাত্রা, সমতা ও ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হয়।
দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দিবসটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।