বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, ‍যুদ্ধ বন্ধের আশা

Nasir Uddin | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:২১

ছবি: সংগৃহীত

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূতের সাক্ষাৎ ও রিয়াদে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকের আগে আগে এই বৈঠক সারলেন জেলেনস্কি।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সৌদির যুবরাজ প্রকৃতপক্ষে শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।’

জেলেনস্কি বলেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।

সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের ওপর জোর দিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে, যা জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে বিপর্যয়কর বৈঠকের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই আলোচনায় দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সমঝোতায় পৌঁছানোর আশা করছি। বাস্তবসম্মত প্রস্তাবগুলো টেবিলে রয়েছে। মূল বিষয় হলো দ্রুত এবং কার্যকরভাবে এগিয়ে যাওয়া।

রোববার ট্রাম্প বলেন, তিনি আসন্ন আলোচনা থেকে ভালো ফলাফল আশা করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করা ‘প্রায় শেষ’ করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top