পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া
Nasir Uddin | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১০:৪৫

পারমানবিক কর্মসূচি নিয়ে ইরানকে যখন আলোচনায় বসার চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন রাশিয়া ও ইরানকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে চীন। বেইজিংয়ে আগামী ১৪ মার্চ (শুক্রবার) পারমাণবিক ইস্যুতে- চীন, রাশিয়া ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও সিনহুয়ার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু বৈঠকের সভাপতিত্ব করবেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বেইজিংয়ে বৈঠকে যোগ দেবেন।
মুখপাত্র আরও জানিয়েছেন, তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করবে।
সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ নৌ মহড়াও করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকানরা যে মূল পরিকল্পনা থেকে সরে এসেছিল আমরা তা পুনরুদ্ধারের পক্ষে। ইউরোপীয় পক্ষ থেকে কেউ কেউ যোগাযোগ করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।