ট্রাম্পের সঙ্গে পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ! ইউক্রেন যুদ্ধের মীমাংসা কতদূর?
রাজীব রায়হান | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১১:০৮

ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে বিশ্বনেতারা নানা সময় কথা বলেছেন। এবার দীর্ঘসময় ফোনে কথা বলেছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি রাশিয়ার প্রেসিডেন্ট।
এক প্রকার ভেস্তেই গেল ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টানা ৯০ মিনিটের ফোনালাপ পুতিনের। তাতে কী হয়েছে। নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি রাশিয়ার প্রেসিডেন্ট।
প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব। তবে কূটনৈতিক শিষ্টাচার বলেতো একটা কথা আছে। সেটা রক্ষার্থেই ৩০ দিনের আংশিক প্রস্তাব মেনে নিয়েছেন পুতিন। বলেছেন, নির্দিষ্ট এই সময়ের মধ্যে ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোর ওপর হামলা করবে না রাশিয়া। তবে শর্ত জুড়ে দিয়েছেন পুতিন।
ফোনালাপে স্পষ্ট করে বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নের মূল শর্ত হলো ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ করা। আংশিক শান্তির নিদর্শন তো দেখাতেই হয়। সেই হিসাবে আজ রাশিয়া ও ইউক্রেন ১৭৫ বন্দি বিনিময় করবে। ১৩ জন গুরুতর আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করবে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ফোনালাপ। টানা ৯০ মিনিটের কথোপকথন। আলাপন শেষ হতেই ক্রেমলিন ও হোয়াইট হাউজ থেকে বিবৃতি আসে। বলা হয় ফোনালাপ সার্থক।
ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোতে আক্রমণ বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। হোয়াইট হাউজ জানিয়েছে, আলোচনা সাপেক্ষে, পূর্ণ যুদ্ধবিরতির দিকে যাওয়ার আগে কৃষ্ণ সাগরে সমুদ্র যুদ্ধবিরতি হবে।
এর পরই পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর ব্যাপারে একমত হয়েছেন দুই প্রেসিডেন্ট। শিগগির আলোচনা শুরু হবে মধ্যপ্রাচ্যে।
এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশত, বিশেষ করে বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। আজ পুতিন কার্যকরভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প এর আগে সোশ্যাল মিডিয়ায় জানান, রাশিয়ান প্রেসিডেন্টের সাথে তার ফোনালাপ খুব ভালো এবং ফলপ্রসূ হয়েছে এবং শান্তি চুক্তির অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিষয়: ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেলেনস্কি ৯০ মিনিটের ফোনালাপ ইউক্রেন যুদ্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।