বৃহঃস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গাজায় ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় নিহত আরো ২৭

Nasir Uddin | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৮:৪২

ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলির হামলা অব্যাহত আছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর হামলায় আরো অন্তত ২৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। আগের রাত থেকেই ইসরায়েল গাজায় ব্যাপকভাবে হামলা শুরু করে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১২,০৪১ জন আহত হয়েছে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গাজায় নতুন করে ইসরায়েলের চালানো হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি গাজার ওপর ইসরায়েলি বিমান হামলায় বিস্মিত ও ক্ষুব্ধ।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, নতুন বোমাবর্ষণ কেবল শুরু। হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই তা চলবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ১৩৯ জনকে হত্যা করে। পাশাপাশি আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top