শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

গাজায় আরো ৮৫ ফিলিস্তিনি নিহত, তিনদিনে ৬০০ জনকে হত্যা

Nasir Uddin | প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:০৫

ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে আবারো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পবিত্র রমজানে গত মঙ্গলবার থেকে এই তিন দিনে দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২০০ শিশুসহ প্রাণ গেল প্রায় ৬০০ ফিলিস্তিনির। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬১৭ জন । এছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ১২ হাজার ৯৫০ জন ফিলিস্তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে থাকা অনেকের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top