মিয়ানমারের সড়কে দ্বিতীয় দিনেও হাজারো বিক্ষোভকারী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ২২:৪৫
মিয়ানমারে নির্বাচিত নেত্রী অং সান সু কির আটকাদেশ ও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বৃহত্তম শহর ইয়াঙ্গনে দ্বিতীয় দিনের মতো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) ইয়াঙ্গনের বিক্ষোভকারীরা লাল বেলুন নিয়ে নেমেছেন, এই রঙটি সু কির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির (এনএলডি) প্রতিনিধিত্ব করে এবং তারা ‘আমরা সামরিক স্বৈরাচার চাই না! আমরা গণতন্ত্র চাই!’ শ্লোগান দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাস্তার মাঝখান দিয়ে এনএলডির পতাকা দুলিয়ে ‘থ্রি-ফিগার’ স্যালুট দিয়ে মিছিল করে যাচ্ছেন তারা। এই ‘থ্রি-ফিগার’ স্যালুট একটি অভ্যুত্থান বিরোধী প্রতীক হয়ে উঠেছে। গাড়ির চালকরা হর্ন বাজাচ্ছেন ও যাত্রীরা সু কির ছবি উঁচু করে ধরে আছেন।
শনিবার দেশটির সামরিক জান্তা ইন্টারনেট বন্ধ করে ফোন লাইলে নিয়ন্ত্রণ আরোপ করার পরও এসব দৃশ্য ফেসবুকে সম্প্রচারিত হয়েছে। এ রকম অল্প কিছু দৃশ্যই দেশটির বাইরে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।