মিয়ানমারের সাথে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ১৯:২৫

মিয়ানমারের সাথে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের জের ধরে দেশটির সাথে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। সংবাদ মাধ্যম খবর রয়টার্সে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, সেই সঙ্গে শিগগির মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top